দেশের উন্নয়নের জন্য যে রাজস্ব প্রয়োজন তার বড় অংশ আসে আপনার আয়কর থেকে। তাই একজন করদাতা হিসেবে আপনি দেশের উন্নয়নের গর্বিত অংশীদার।
আপনি একজন ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী অথবা টেন্ডারে অংশগ্রহণকারী হলে আপনার জন্য আয়কর রির্টান দাখিল বাধ্যতামূলক ।
আপনি কোন সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী অথবা কোন সরকারি, আধা-সরকারি বা স্থানীয় সরকারের কোন অংশগ্রহণকারী হলে আপনার মোট আয় যা-ই হোক না কেন আপনাকে এ বছর (২০১৬-১৭ কর বছর ) আয়কর রির্টান দাখিল করতে হবে।
আপনার জন্য এ বছরের আয়কর রির্টান দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর ২০১৬। রির্টান দাখিলের সময় আর বাড়বে না।
৩০ নভেম্বরের মধ্যে রির্টান দাখিল না করলে জরিমানা ও বিলম্ব সুদ আরোপ করা হবে। এছাড়া, রির্টান দাখিলে ব্যর্থ হলে কর আইন ভঙ্গ হবে। এতে এক বছর পর্যন্ত জেল অথবা অর্থদন্ড অথবা উভয় শাস্তির বিধান রয়েছে।
শেষ দিকে রির্টান দাখিলে অনেক ভিড় হয়, ফলে করসেবা পেতেও অসুবিধা হয়। তাই আগেভাগেই আপনার রির্টান দাখিল করে রির্টানের প্রাপ্তি স্বীকার গ্রহন করুন।
সূত্রঃজাতীয় রাজস্ব বোর্ড
Leave A Comment