রিটার্ন দাখিলে ব্যর্থ হলে হতে পারে জেল অথবা অর্থদন্ড বা উভয়দন্ড

Home/Tax/রিটার্ন দাখিলে ব্যর্থ হলে হতে পারে জেল অথবা অর্থদন্ড বা উভয়দন্ড

আপনি যদি সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা সরকারি কোন কর্পোরেশনের একজন কর্মচারী হিসেবে ২০১৫-১৬ অর্থ বছরের কোন মাসে ১৬,০০০/- টাকা বা তার বেশি মূল্য বেতন উত্তোলন করে থাকেন তাহলে এ বছরে (২০১৬ -১৭ কর বছর ) আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

আপনার জন্য এ বছরে আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর ২০১৬। রিটার্ন দাখিলের সময় আর বাড়াবে না।

এছাড়া, রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর আইন ভঙ্গ হবে। এতে এক বছর পর্যন্ত জেল অথবা অর্থদন্ড অথবা উভয় শাস্তি হতে পারে।
সূত্রঃ এনবিআর

2017-06-28T10:12:03+00:00 June 28th, 2017|0 Comments

Leave A Comment