২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক কর আইন-২০১২ আগামী ১ জুলা থেকে কার্যকর হবে মর্মে নির্দেশনা এসেছে।

Home/VAT/২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক কর আইন-২০১২ আগামী ১ জুলা থেকে কার্যকর হবে মর্মে নির্দেশনা এসেছে।

২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক কর আইন-২০১২ আগামী ১ জুলা থেকে কার্যকর হবে মর্মে নির্দেশনা এসেছে।

এই আইনে মোতাবেক যে সকল প্রধান বিষয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে তা নি¤েœ উল্লেখ করা হল।
১. বন্ড সুবিধা ব্যাতীত সকল উৎপাদনকারীদের আমদানী পর্যায়ে ১৫% মূসকের পাশাপাশি ৫% হারে আগাম কর পরিশোধ করতে হবে, যা পরবতীতে হ্রুসকারী সমন্বয় করা যাবে।
২. মূল্য ঘোষনা মূসক-১ এর পরিবর্তে মূসক-৪.৩ উপকরণ-উৎপাদ সহগ ঘোষনা দাখিল করতে হবে।
৩. মূসক-১৬ ও ১৭ রেজিস্টারের পরিবর্তে মূসক ৬.১ ও মূসক-৬.২ ব্যবহার করতে হবে।
৪. মূসক-১১ চালানের পরিবর্তে মূসক-৬.৩ ব্যবহার করতে হবে।
৫. উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একাধিক ব্যাবসা স্থানে পণ্য ও ও উপকরণ স্থানান্তরের ক্ষেত্রে মূসক ৬.৫ ব্যবহার করতে হবে।
৬. সকল ট্যারিফ সুবিধা প্রত্যাহার করা হয়েছে।
৭. নতুন আইন মোতাবেক ভ্যাটের আদর্শ হার ১৫% এর পাশাপাশি ৫%, ৭.৫%, ১০% এবং ঔষধ ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার হল যথাক্রমে ২.৪% ও ২%। ভুমি উন্য়ন সংস্থার ক্ষেত্রে ভ্যাহের হার ৩% ও ভবন বিক্রয় বা হস্তান্তরে নিয়োজিত ভবন নির্মান সংস্থার ক্ষেত্রে ভ্যাটের হার যথাক্রমে ১-১৬০০ বর্গফুটের জন্য ২%, ১৬০১ বর্গফুট হতে তদুর্ধ্ব সাইজের ক্ষেত্রে ৪.৫% এবং যে কোন সাইজের পুনঃ রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে ২% নির্ধারণ করা হয়েছে।
৮. কেবলমাত্র ১৫% মূসক প্রদানে ক্ষেত্রে রেয়াত সুবিধা থাকবে।
৯. প্রথম ও দ্বিতীয় তফসীল এর পাশাপাশি এসআরও দিয়ে মূসক অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।
১০. আইসক্রিম উৎপাদনের ক্ষেত্রে ৫% সম্পুরক শুল্ক আরোপ হয়েছে।
১১. নিউজপ্রিন্ট এর জন্য প্রতি মেঃ টন পেপারের ক্ষেত্রে ১,৬০০/- টাকা নির্দ্রিস্ট কর নির্ধারণ করে অনান্য সকল পেপারের ট্যারিফ সুবিধা প্রত্যাহার করা হয়েছে এবং এক্ষেত্রে মোট বিক্রয় মূল্যের উপর সরাসরি ৫% মূসক আরোপ করা হয়েছে।
১২. বৈদ্যুতিক খুটি এর ট্যারিফ মূল্য প্রত্যাহার করা হয়েছে। এই ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর সরাসরি ১০% মূসক আরোপ করা হেেয়ছে।
১৩. বৈদ্যূতিক ট্রান্সফরমার এর ক্ষেত্রে ট্যারিফ সুবিধা প্রত্যাহার করা হয়েছে এক্ষেত্রে মোট বিক্রয় মূল্যের উপর সরাসরি ৫% মূসক আরোপ করা হয়েছে।
১৪. এলপিজি গ্যাস এর ক্ষেত্রে ট্যারিফ সুবিধা প্রত্যাহার করা হয়েছে এক্ষেত্রে মোট বিক্রয় মূল্যের উপর সরাসরি ৫% মূসক আরোপ করা হয়েছে।
১৫. ৫ কোটি টাকার উপর টার্নওভার প্রতিষ্ঠানের ক্ষেত্রে সফটওয়ার ব্যবহার বাধ্যাতামূলক করা হয়েছে।
১৬. পরিশোধিত সোয়াবিন তেলে, পাম ওয়েল, সরিষার তেলে, ভেজিটেবল ওয়েল এর মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এ ক্ষেত্রে সরাসরি ১৫% মূসক আরোপ করা হয়েছে।
১৭. শতভাগ রপ্তানীকারী বন্ড সুবিধায় সকল সুবিধা বর্তমান রয়েছে।
১৮. উৎসে মূসক কর্তন এর আওতা বৃদ্ধি করা হয়েছে। ১০ হাজার টাকার উদ্ধে এবং শূন্যহার বিশিষ্ট নহে এইরূপ পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন বাধ্যাতামূলক করা হয়েছে। ১৫% মূসকসহ চালান সরবরাহ করার ক্ষেত্রে উৎসে মূসক কর্তনের হার নির্ধারণ হয়েছে ১৫% এর এত তৃতীয়াংশ। বাকী সকল ক্ষেত্রে সমূদয় উৎসে মূসক কর্তন করতে হবে।
১৯. বানিজ্যিক আমদানীকারকদের সীলমারা পদ্ধতি অর্থাৎ এসআরও সুবিধা বাতিল করা হয়েছে। এ ক্ষেত্রে মূল্য ঘোষনা ব্যাতীত পণ্য সরবরাহ করা যাবে না। প্যকেজ ভ্যাট সুবিধা প্রত্যাহার করা হছে।
২০. হাতে তৈরী কেক/পার্টি কেক এর ট্যারিফ সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এক্ষেত্রে মোট বিক্রয় মূল্যের উপর সরাসরি ১৫% মূসক আরোপ করা হয়েছে।

উল্লেখি পরিবর্তন সমূহ ১ জুলাই থেকে কার্যকর হবে।
উপরোক্ত প্রধান পরিবর্তন সমূহ সকলকে অবগত করা হল।

নিশীথ রঞ্জন সাহা বিন্দু
টিম লিডার ভ্যাট হেলপ লাইন
ফোন-০১৭১৫০১৩৭৪০

2019-06-14T18:00:53+00:00 June 14th, 2019|0 Comments

Leave A Comment