গনপ্রতজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোড
সেগুনবাগিচা,ঢাকা।
(কাষ্টমস)
প্রঞ্জাপন
তারিখ২১ জ্যৈষ্ঠ, ১৪২২ বঙ্গাব্ধ/৪ জুন ,২০১৫ খ্রিষ্টাব্ধ
এস,আর ও নং ১৫৩-আইন/২০১৫/৩৩/কাষ্টমস। customs Act-1969 (Act No.IV of 1969 এর section 13 এর উদ্দেশ্য পূরণকল্পে এবং section 219 এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোড, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সং বিধিমালা ২০০৮ এর নিস্নরুপ অধিকতর করিল,যথা:
উপরোক্ত বিধিমালার ”পরিশিষ্ট-০৩”এর “ লাইসেন্সি কতৃক পালনীয় শতাবলী অংশে বণিত অনুচ্ছেদ ৮ এর উপ-অনুচ্ছেদ (খ) তে উল্লেখিত “৯০(নব্বই)” সংখ্যা ,শব্দ ও বন্ধনীয় পরিবতে “১২০(একশত বিশ)” সংখ্যা ,শব্দগুলি ও বন্দনী প্রতিস্থাপিত হইবে।
জাতীয় রাজস্ব বোডের আদেশক্রমে,
স্বাক্ষরিত
(মো:নজিবুর রহমান )
চেয়ারম্যান ।